,

দরিদ্র মানুষকে খাদ্যসামগ্রী দিলেন হায়দার আলী শেখ

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত অর্থায়নে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌছে দিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মাদ হায়দার আলী শেখ।

শনিবার (৪ এপ্রিল) গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি এলাকায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ খাদ্য সহায়তা পেয়ে বেশ খুশি দুস্থ ও অসহায় পরিবারগুলো।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, ডাল ২ কেজি, আলু ৩ কেজি, বেগুন ৩ কেজি ইত্যাদি।

হায়দার আলী শেখ বলেন, ‘করোনা ভাইরাসের কারণে দিনমজুর, খেটে খাওয়া দরিদ্র মানুষ কাজ করতে না পেরে কষ্টে দিনযাপন করছে। তাদের এ দূর্দশা লাঘবে নিজ অর্থায়নে সামান্য খাদ্যসামগ্রী কিনে অসহায়-দরিদ্র মানুষের হাতে তুলে দিলাম। এভাবে সবাই এগিয়ে আসলে দরিদ্র মানুষগুলো দু’বেলা দু’মুঠো খাবার খেতে পারতো। তাই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি অনুরোধ।’

এই বিভাগের আরও খবর