,

গোপালগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৬ জনকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে ৬ ব্যক্তিকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের রহমান রাশেদ ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির আহমেদ এ জরিমানা করেন।

জানা গেছে, করোনা ভাইরাসরোধে নিয়মিত টহল চলাকালে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী ও পোস্ট অফিস মোড়ে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে দুই চালককে চার হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, কাশিয়ানীতে সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দেয়ায় চার ব্যক্তিকে আরও চার হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিং করা হয়।

এই বিভাগের আরও খবর