,

কাশিয়ানীতে বাজার থেকে ‘হ্যান্ডওয়াশ’ উধাও!

ছবি-সংগৃহীত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাজার থেকে হ্যান্ডওয়াশ ও জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার হেক্সসল, স্যাভলন, ডেটল উধাও হয়ে গেছে।

জানা গেছে, বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দেন। তারপর থেকে হ্যান্ডওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজার কেনার ধুম পড়ে যায়। দু’এক দিনের ব্যবধানে বাজার থেকে এসব পণ্যসামগ্রী একেবারে উধাও হয়ে যায়। ক্রেতারা হণ্যে হয়ে খুঁজেও কোন দোকানে পাচ্ছেন না এসব স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী।

ক্রেতাদের অভিযোগ, পাইকারি বিক্রেতারা অধিক মুনাফার লোভে এসব সামগ্রী গুদামজাত করে রেখেছেন। পরবর্তীতে অধিক দামে বিক্রি করবেন।

উপজেলার আড়–য়াকান্দি গ্রামের রুবেল মোল্যা বলেন, ‘উপজেলার বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র রামদিয়া বাজারের প্রতিটি দোকান ঘুরেও একটি লাইফবয় হ্যান্ডওয়াশ কিনতে পারিনি। অবশেষে সাবান কিনে নিয়ে বাড়িতে ফিরেছি।’

অভিযোগ অস্বীকার করে খুচরা কসমেটিক্স ব্যবসায়ী মোঃ ইলিয়াস হোসেন খান বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে লাইফবয় হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের চাহিদা ব্যাপকহারে বেড়ে গেছে। উৎপাদিত কোম্পানীর লোকেরা অর্ডার মতো আমাদের পণ্যসামগ্রী দিতে পারছেন না। যে কারণে আমরাও ক্রেতাদের দিতে পারছি না।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাব্বির আহমেদ বলেন, ‘মাস্ক ও স্যানিটাইজারের দাম বাড়ানো হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও খবর