,

কাশিয়ানীতে ওয়ানস্টপ ভূমি সেবা ও কাউন্সিলিং অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কাশিয়ানী উপজেলার রামদিয়া, রাজপাট, রাহুথড়, আড়ুয়াকান্দি ভূমি অফিসের উদ্যোগে বিশেষ ওয়ানস্টপ ভূমি সেবা ও ল্যান্ড কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার রামদিয়া বাজারে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ওয়ানস্টপ ভূমি সেবা ও ল্যান্ড কাউন্সিলিং অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাম্মী আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, বেথুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্ষীরোদ রঞ্জন বিশ্বাস, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আইয়ূব আলী মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও খবর