কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের ওপর মুখোশধারী দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার রামদিয়া সরকারি এসকে কলেজ গেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধর ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কাশিয়ানী এম, এ খালেক কলেজের অধ্যক্ষ কে এম মাহমুদ, অধ্যাপক নিত্য রঞ্জন বিশ্বাস, ওসি মো. আজিজুর রহমান, ছাত্রলীগ নেতা রইচ মোল্যা, সজল মাহমুদ প্রমুখ।
বক্তারা কলেজ অধ্যক্ষের ওপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় পরবর্তীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দেন তারা।
প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় সরকারি বাসভবন থেকে কলেজ মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার সময় একদল মুখোশধারী দুর্বৃত্তরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইলামের ওপর অতর্কিত হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।