গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা ভারতের দিল্লিতে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তার দুইপাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতের দিল্লিতে সাম্প্রদায়িক মোদি সরকারের বাহিনী সংখ্যালঘু মুসলমানদের উপর যে আগ্রাসনমূলক হামলা করেছে তার তীব্র নিন্দা জানাই। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ থাকবে অসাম্প্রদায়িক বিশ্ব নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষ পূর্তিতে (মুজিব বর্ষ) সাম্প্রদায়িক মোদি সরকারের আগমন যেন এই বাংলায় না হয়।
ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থী উৎসব মন্ডল বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমরা চাই না মুজিব বর্ষে নরেন্দ্র মোদির মতো কোন সাম্প্রদায়িক নেতা এদেশে আসুক।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী আদিব হাসান বলেন, দিল্লিতে সাধারণ মুসলিমদের উপর যেভাবে হামলা করা হয়েছে এবং মসজিদ পুড়ানো হয়েছে তা কোন সভ্য মানুষের কাজ হতে পারে না।
প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হয় সংঘর্ষ। চলমান সংঘর্ষে মৃতের সংখ্যা এ পর্যন্ত ৩২ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০০ জন।