,

কাশিয়ানীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার মাজড়া বাজারে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে এ বৃত্তি প্রদান করা হয়।

এসোসিয়েশনের সভাপতি মো.আশ্রাফুজ্জামানের সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে মিরপুর কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচীব মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, শিক্ষক আব্দুল ওয়াদুদ মিয়া।

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান আলমগীর, সাবেক পঃ পঃ কর্মকর্তা নজরুল ইসলাম খান, মাষ্টার ওমর হোসাইন, সাবেক ব্যাংক কর্মকর্তা ফেরদাউস আলম মনা প্রমুখ।

এই বিভাগের আরও খবর