,

গোপালগঞ্জে কৃষক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি:  গোপালগঞ্জ  সদর উপজেলার গোবরা গ্রামের  কৃষক ইসরাফিল মোল্লার হত্যাকারীদের  বিচারের  দাবিতে  মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ  প্রেসক্লাবের  সামনের  সড়কে নিহতের  পরিবারের লোকজন  ও গোবরা গ্রামের  ৫ শতাধিক নারী পুরুষ, হাতে হাত রেখে এ মানববন্ধনে অংশ নেয়।

উল্যেখ্য গত ৫ ফেব্রুয়ারী বিকালে গোবরা গ্রামের নিলামাঠ এলাকায় প্রতিবেশী হাসান মোল্লার জমি অতিক্রম করে, নিজেদের জমিতে কলই শাক তুলতে যায় নিহত ইসরাফিল মোল্লার ৮ বছরের শিশু কন্যা এ জন্য তাকে  হাসান মোল্লা  মারপিট করে,  পরে মেয়ের মারপিট ঠেকাতে গেলে রিশাদ মোল্লা ও ফয়সাল মোল্লা সহ কয়েকজন  ইসরাফিল পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় ইসরাফিলকে এলাকাবাসী  উদ্ধার করে গোপালগঞ্জ  জেনারেল  হাসপাতালে  নিয়ে গেলে  কর্তব্যরত  চিকিৎসক  তাকে মৃত ঘোষনা।

এ ঘটনায় গত ৭ ফেব্রুয়ারী গোপালগঞ্জ সদর থানায় নিহতের স্ত্রী তুলি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মানববন্ধনে নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিহত ইসরাফিলের ময়না তদন্ত রিপোর্ট অর্থের বিনিময়ে পাল্টে দেওয়ার চেষ্টা করছে  অভিযোগ নিহত পরিবারের।

এই বিভাগের আরও খবর