,

কাশিয়ানীতে হঠাৎ করে ঘন কুয়াশা

বিডিনিউজ ১০ ডটকম: হঠাৎ করে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গোটা কাশিয়ানী। মাঘ পেরিয়ে ফাগুনে আগুন ঝরা রোদ থাকার কথা থাকলেও শনিবার সকালে অঝোর ধারায় কুয়াশা বৃষ্টি হয়েছে।

সূর্য উঠলেও দিনের শুরু থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত তার দেখা মেলেনি। এরই মধ্যে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন পেশাজীবী, কর্মজীবী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

উপজেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে। যদিও পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটতে শুরু করে।

স্থানীয়রা বলছেন, অসময়ে হঠাৎ ঘন কুয়াশা এক ধরণের দুর্যোগ। এমন আবহাওয়া মানুষের শরীরের জন্য মোটেই উপযোগী নয় বলে মনে করছেন তারা।

গোপালগঞ্জ আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বাতাসে ৬০ থেকে ৭০ শতাংশ জলীয়বাষ্পের কারণে জেলার কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা গেছে। তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লে কুয়াশা কেটে যায়।

কাশিয়ানী উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা তিলক চন্দ্র ঘোষ বলেন, ‘হঠাৎ অসময়ে কুয়াশা পড়ার কারণে আমের মুকুলের কিছুটা ক্ষতি হতে পারে। তবে অসময়ে কুয়াশা কৃষকের জন্য মঙ্গল নয়।’

এই বিভাগের আরও খবর