জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে কলেজ শিক্ষার্থী নাজমুল আলম (১৯) নিহত হয়েছে। শনিবার (৮ ফেব্রয়ারি) বিকাল ৫টায় লাউচাপড়া পর্যটন কেন্দ্রে বন্য হাতির আক্রমণে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল আলম কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। সে বকশীগঞ্জ কেরামত উল্লাহ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, নাজমুল আলম মাঠ থেকে গরু আনার সময় পেছন থেকে বন্য হাতির পাল ধাওয়া দেয়। এক পর্যায়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ওসি হযরত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কলেজছাত্র নাজমুল বিকালে লাউচাপড়ার পিকনিক স্পটের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির দল আক্রমণে ঘটনাস্থলেই মারা যায়।