কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি জায়গা দখল করে সেখানে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগে চার দখলকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস এ রায় প্রদান করেন।
জানা গেছে, কাশিয়ানী উপজেলা সদরের ফরহাদ বাসিন্দা আহম্মেদ, মামুন, জাকির বিশ্বাস ও তারিক বিশ্বাস কাশিয়ানী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি সামনে ভাটিয়াপাড়া-মাইজকান্দি সড়কের পাশে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছিল। গত মঙ্গলবার তাদেরকে সরকারি জায়গা থেকে ঘর সরিয়ে নেয়ার কথা বলা হলেও তা তারা না সরিয়ে সেখানে পুনরায় নির্মাণ কাজ করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের প্রত্যেককে আড়াই হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।