,

কাশিয়ানীতে সম্পত্তির লোভে প্রতিবেশীকে অত্যাচার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে সম্পত্তির লোভে প্রতিবেশির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে একটি পরিবার। এমনকি প্রতিবেশীর ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন পরিবারটি। উপজেলার রাতইল গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার।।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার রাতইল গ্রামের মোহাম্মদ মুন্সীর সাথে প্রতিবেশী আরিফ মুন্সীর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আরিফ মুন্সীর পুকুরপাড়ে রোপনকৃত আম, কড়াই, পেঁপেসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার টাকার গাছপালা কেটে ক্ষতি ফেলে প্রতিপক্ষের লোকেরা। বিষয়টি স্থানীয় লোকজনের কাছে নালিশ করিলে মোহাম্মাদ মুন্সীর ছেলে দীপু মুন্সী ও স্ত্রী সালমা বেগম ক্ষিপ্ত হয়ে গত ১২ জানুয়ারী মোহাম্মাদ মুন্সীর ছেলে দিপু মুন্সী ও তার স্ত্রী সালমা বেগমসহ বেশ কয়েকজন রামদা, লোহাররড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্রসহ আরিফ মুন্সীর বাড়িতে প্রবেশ করে। আরিফরা তিন ভাই সৌদি প্রবাসী। বাড়িতে থাকা আরিফের একমাত্র বৃদ্ধা মা এবং তাকে দেখাশোনার দায়িত্বে থাকা রুপালী বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় রুপালী বেগম গালাগালির প্রতিবাদ করলে তাকে রামদা দিয়ে কোপ দেয়ার চেষ্টা করে। রুপালী বেগম আত্মরক্ষার জন্য দৌড় দিলে তার হাতে কোপ লেগে মাটিতে লুটে পড়ে যায়। এ সময় প্রতিপক্ষের লোকেরা লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

এ ব্যাপারে সালমা বেগমের সাথে কথা হলে তিনি উল্টো অভিযোগ করে বলেন, ‘প্রতিপক্ষের লোকেরা আমার বাড়ি দখলের জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা করছে এবং আমার ছেলেকে মারধর করেছে।’

কাশিয়ানী থানার ওসি মো.আজিজুর রহমান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও খবর