,

কাশিয়ানীর ফুকরা ইউপি উপনির্বাচন আজ

বিডিনিউজ ১০ ডটকম: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। একই সাথে উপজেলার হাতিয়াড়া ইউনিয়ন পরিষদের সাবেক ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।

উপনির্বাচনকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। রোববার বিকালের মধ্যে স্ব-স্ব ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছে যায়। ভোট কেন্দ্রগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

ফুকরা ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজন ও হাতিয়াড়া ইউনিয়নের সাবেক ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফুকরা ইউনিয়নে চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসরিন সুলতানা (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুজ্জামান খাকী (চশমা) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নৌকা ও চশমার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে করছেন ভোটাররা। হাতিয়াড়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে নার্গিস বেগম (তালগাছ) ও নার্গিস বেগম (বই) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

কাশিয়ানী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. হাচেন উদ্দিন বিডিনিউজ ১০ ডটকমকে বলেন, উপনির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। ফুকরা ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৯৬ জন, এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২৫৭ এবং নারী ভোটার ৮ হাজার ২৫৭ জন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ বলেন, ‘নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ২ অক্টোবর ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক মোল্যা মটর সাইকেল দূর্ঘটনায় মারা যাওয়ায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এদিকে গত জুলাই মাসে হাতিয়াড়া ইউনিয়নের মহিলা সদস্য শারমিন বেগম দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পদটি শূন্য হয়।

 

এই বিভাগের আরও খবর