,

সমুদ্রে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল ছাত্র দেলোয়ার হোসেনের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)  দুপুর ২টার দিকে হিমছড়ি পেঁচাদ্বীপ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

দেলোয়ার হোসেন খুলনা জেলার সোনা ডাঙ্গার সাব্বির আহমদের ছেলে। সে সেখানকার একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আতিক উল্লাহ জানান, আত্মীয়-স্বজনদের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসে পেঁচারদ্বীপ এলাকার বাতিঘর নামের একটি রির্সোটে ওঠেন দেলোয়ার।

সেখান থেকে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সমুদ্র সৈকতের হিমছড়ির পার্শ্ববর্তী পেঁচারদ্বীপ এলাকায় গোসল করতে গিয়ে ভাটার টানে ভেসে যায় স্কুল ছাত্র দেলোয়ার হোসেন। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দুপুরে যে স্থান থেকে ভেসে গিয়েছিল সেই স্থান থেকেই দেলোয়ারের লাশ উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর