গোপালগঞ্জ: গোপালগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ফেলফি তুলতে গিয়ে অমিত শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ-সিলনা সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অমিত ওই গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাস জানান, বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন অমিত। পথে রঘুনাথপুর এলাকায় চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার রাতে অমিতকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে ঢাকা-খুলনা মহা সড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গ্যাড়াখোলা নামকস্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক রাজন শেখ (২৫) নিহত হয়েছেন। নিহত রাজন বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের কামরুল শেখের ছেলে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ আতাউর রহমান জানান, বুধবার দিবাগত রাত ২ টার দিকে ওই স্থানে ড্রইভার ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পারে রাস্তার পাশ্ববর্তী গাছের সাথে ট্রাকের ধাক্কা লেগে ড্রইভার ঘটনাস্থলেই নিয়ত হন। বৃহস্পতিবার দুপুরে ড্রইভারের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
# মোঃ অহেদুল হক, ২৬.১২.২০১৯