গোপালগঞ্জ প্রতিনিধি: খাদ্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সময়ে নির্মিত জরাজীর্ণ উপজেলা খাদ্যগুদামের ১নং ভবন পরিদর্শন করেছেন।
তিনি বুধবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা খাদ্যগুদামে যান। সেখানে জরাজীর্ণ হেলেপড়া ১নং ভবনটি তিনি ঘুরে দেখেন। জরাজীর্ণ খাদ্যগুদামটি ভেঙ্গে তিনি সেখানে নতুন ভবন নির্মাণের নির্দেশ দেন।
এরপর তিনি টুঙ্গিপাড়া খাদ্যগুদামে সংরক্ষিত ধান চালসহ খাদ্যের সঠিক মান নিরূপন করেন। এ সময় তিনি টুঙ্গিপাড়া খাদ্যগুদামের সার্বিক খোঁজ খবর নেন।
এরআগে দুপুরে টুঙ্গিপাড়া পৌছে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
এ সময় খাদ্য মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) পরিমল চন্দ্র সরকার, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা মোঃ শেফাউর রহমানসহ খাদ্য মন্ত্রণালয় ও গোপালগঞ্জ খাদ্য বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।