,

চার ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

 নিজস্ব সংবাদদাতা: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে  প্রায় সাড়ে চার ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

ঘাট সূত্র জানা যায়, কুয়াশা বেড়ে গেলে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কিছুটা কমলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এছাড়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা পরিবহনের সংখ্যাও বেড়েছে।

এই বিভাগের আরও খবর