,

গোপালগঞ্জে রাতে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এতিম, ছিন্নমূল, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসন।

শুক্রবার রাতে গোপালগঞ্জ মুসলিম এতিমখানা, মান্দারতলা মাদ্রাসার এতিম, গোপালগঞ্জ শহর ও সদর উপজেলার দুর্গাপুর সহ বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ছিন্নমূল, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে ৫ শতাধিক কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইলিয়াছুর রহমানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর