বিডিনিউজ ১০ ডটকম: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রবাসী মনিরুজ্জামান শেখকে (৩৫) স্কুল ছাত্রী অপহরণ মামলা দিয়ে হয়রাণী করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
প্রবাসীর মা রোকেয়া বেগম (৬০) রোববার সকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেন।
মনিরুজ্জামান শেখ শেখ টুঙ্গিপাড়া উপজেলার চর শ্রীরামকান্দি গ্রামের শাজাহান শেখের ছেলে ও মালয়েশিয়া প্রবাসী।
মনিরুজ্জামানের মা রোকেয়া বেগম বলেন, আমার ছেলে মনিরুজ্জামান মালয়েশিয়া থেকে সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছে। পাশ্ববর্তী গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলী আকবর মোল্লার (৫০) মেয়ে এ বছর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। গত ২৪ নভেম্বর বাড়ি থেকে বেড়িয়ে যায়। এ ঘটনায় গত ৮ ডিসেম্বর আলী আকবর মোল্লা আমার দু’ ছেলে মনিরুজ্জামান ও ইকবাল শেখকে আসামী করে টুঙ্গিপাড়া থানায় একটি মিথ্যা ও হয়রানীমূলক অপহরণ মামলা দায়ের করেছে। এরপর থেকে আমাদের বাড়ির সব পুরুষ সদস্য গ্রেফতার আতংকে বাড়িঘর ছেড়ে পালিয়েছে। তারপর থেকে সে আমাদের একের পর এক হয়রানী করে আসছে।
অভিযুক্ত আলী আকবর মোল্লা বলেন, ‘আমার মেয়েকে মনিরুজ্জামান অপহরণ করেছে। এ বিয়ষে আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। আমি আমার মেয়েকে উদ্ধারের জন্য মামলা করেছি। মেয়েকে উদ্ধারের স্বার্থেই কাজ করে যাচ্ছি। এতে কেউ হয়রানীর শিকার হলে আমার কিছুই করার নেই।’
বাড়ি থেকে বেড়িয়ে যাওয়া স্কুল ছাত্রী জানান, ‘তাকে কেউ অপহরণ করেনি। এখনো তার বিয়ের বয়স হয়নি। তারপরও তার বাবা তাকে জোর করে বিয়ে দিতে চান। তাই তিনি আত্মীয় বাড়িতে আত্মগোপন করেছেন। অপহরণের বিষয়টি সত্য নয়।’
টুঙ্গিপাড়া থানার ওসি এ.এফ.এম নাসিম বলেন, ‘মামলা দায়েরের পর আমরা আসামী গ্রেফতার ও স্কুল ছাত্রীকে উদ্ধারে অভিযান শুরু করেছি।’
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ‘আমরা এ মামলার তদন্ত শুরু করেছি। দ্রুত এ ঘটনার সত্য উদঘাটিত হবে। তবে নিরোপরাধ কেউ হয়রানীর শিকার হবে না।’