,

কাশিয়ানীর কালনা ফেরিঘাটে ট্রাক মধুমতি নদীতে

All-focus

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে পল্টুনের তলা ফেটে কাঠবোঝাই ট্রাকসহ পল্টুন মধুমতি নদীতে ডুবে গেছে।

শনিবার রাত আনুমানিক দেড় টার দিকে উপজেলার কালনা-শংকরপাশা ফেরিঘাটে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যশোর থেকে কাঠ বোঝাই করে আসা একটি ট্রাক ফেরি পার হওয়ার জন্য কালনা ফেরিঘাটে ফেরিতে ওঠে। ফেরিটি যানবাহন নিয়ে কালনা ফেরিঘাট থেকে ছেড়ে এসে শংকরপাশা ঘাটে পল্টুনে ভিড়লে কাঠ বোঝাই ট্রাকটি ফেরি থেকে তীরে নামতে যায়। এ সময় ফেরি থেকে নামার রাস্তা পিচ্ছিল থাকায় পল্টুনের তলা ফেটে গিয়ে ট্রাকসহ পল্টুন মধুমতি নদীতে পড়ে ডুবে যায়।

ট্রাক চালক মো. সোহাগ বলেন, ‘বোঝাই ট্রাক নিয়ে ফেরি থেকে তীরে উঠতেছিলাম। কিন্তু উঠার রাস্তা পিছলে থাকার কারণে একাধিকবার উঠতে চেষ্টা করি। এক পর্যায়ে জরাজীর্ণ পল্টুনের তলা ফেটে পানি উঠে ট্রাকসহ পল্টুন পানিতে ডুবে যায়। আমরা অল্পের জন্য প্রাণে বেচেঁ যাই।’

ঘাটের ইজারাদার মো. মঞ্জুর হোসেন বলেন, অতিরিক্ত বোঝাই এবং ট্রাকের ইঞ্জিন দুর্বল থাকার কারণে ফেরি থেকে তীরে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক ও জনপথ আঞ্চলিক প্রকৌশলী (ভাটিয়াপাড়া অঞ্চল) মো. শাকিরুল ইসলাম ট্রাক দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘ট্রাকটি উদ্ধারের জন্য খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে আসছে। তারা এসে পল্টুন ও ট্রাকের অবস্থান নির্ণয় করে উদ্ধার কাজ শুরু করবে। তবে দূর্যোগপূর্র্ণ আবহাওয়ার কারণে কবে নাগাদ ট্রাকটি উদ্ধার করা যাবে তা নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, রাত দেড় টায় ঘটনার সময়ে আমি নিজে ওই ঘাটে টহলে ছিলাম। ফেরিঘাটে পুলিশ টহল অব্যাহত রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর