গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বৌলতলী-সাহাপুর সম্মেলনী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কাকন।
সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মো. দাউদ আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলা কৃষক লীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাস, বৌলতলী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহামুদ আলম, যুবলীগের সভাপতি সাগর বিশ্বাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
পরে ধন্য বিশ্বাসকে সভাপতি ও নাজমুল উকিলকে সাধারণ সম্পাদক করে বৌলতলী ইউনিয়ন কৃষক লীগের নতুন পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।