,

কাশিয়ানীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

All-focus

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই শ্লোগান নিয়ে কাশিয়ানীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার কাশিয়ানী থানার আয়োজনে শনিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

ওসি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আনোয়ার হোসেন ভূইয়া।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিন্টু বিশ্বাস, সহকারি পুলিম সুপার (প্র. বি) মো. মুত্তাজুল, তদন্ত কর্মকর্তা মো. ফিরোজ আলম, জেলা পরিষদের সদস্য মো. লুৎফর রহমার লুথু, অধ্যক্ষ কে এম মাহামুদ, ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, মাসুদ রানা, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, সাংবাদিক কাজী ওমর হোসেন, শহিদুল আলম মুন্না প্রমুখ।

এই বিভাগের আরও খবর