নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ৬ শিক্ষার্থীসহ কমপক্ষে ১৪ জন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলার আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
আড়াইহাজারের কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের গাউছিয়া এলাকা থেকে নরসিংদীগামী একটি যাত্রীবাহী বাস পুরিন্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নুরে আলম (৩০) ও শহীদুল ইসলাম (৫৫) নামে দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন যাত্রী।
অপরদিকে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ঢাকা-গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের এশিয়ান হাইওয়ে জিন্দাপার্কের সামনে একটি প্রাইভেটকার পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবুল খায়ের ভুইয়ার মৃত্যু হয়।
ওসি আরও জানান, কুড়িল বিশ্বরোডের তিন’শ ফুট সড়কের পুর্বাচল উপশহরে রাজধানীর সিটি কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কলেজের ৬ শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।