সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার গাবতলী গ্রামে প্রতিমা ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত বাদী হয়ে অজ্ঞাত নামা আসামি করে মামলাটি দায়ের করেছেন।
মামলার বিবরণীতে উল্লেখ করেন, গত বুধবার পূজা মণ্ডপ পরিদর্শন করতে যান নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও স্বাচিপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু গাড়ি বহরসহ তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে। এ সময় জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার নেতাকর্মীদের সঙ্গে বিরুর নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়ে দ’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা হরিসাধনের বাড়িতে পূজা মণ্ডপের প্রতিমা প্যান্ডেল ভাঙচুর করে। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, বুধবার (১৬ অক্টোবর) প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। উপজেলার জামপুর ইউনিয়নের গাবতলি গ্রামের শ্রী হরিসাধনের বাড়িতে এ ঘটনা ঘটে।