গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে পুলিশ পিস্তলসহ কে.এম.আব্দুল্লাহ (৩২) নামে এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ এলাকার শান্তিবাগের নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে পিস্তল সহ আটক করে।
আটক আব্দুল্লাহ ওই এলাকার শাফায়েত খানের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার দুপুরে কে.এম.আব্দুল্লাহ-এর শান্তিবাগের বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে।
আব্দুল্লাহ’র বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুল্লাহ’র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।