শিবচর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে শুক্রবার সকালে বিদ্যুৎস্পর্শ হয়ে রিজু মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রিজু মিয়া শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আলাউদ্দিন মাদবরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পেছনে একটি ডোবার পাশে বিদ্যুতের সাইডলাইন পড়েছিল। রিজু মিয়া মাছ ধরে আসার সময় ওই বিদ্যুতের সাইডলাইনের তার সরাতে গেলে বিদ্যুৎস্পর্শ হন।
পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাচ্চর রয়েল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, বিদ্যুৎস্পর্শ হয়ে রিজু মিয়াকে হাসপাতালে আনার পথেই মারা গেছেন।