,

ফরিদপুরে পদ্মার পানি বিপদ সীমার ১৩ সেন্টিমিটার উপরে

ফরিদপুর প্রতিনিধি: হঠাৎ করেই বাড়তে শুরু করেছে ফরিদপুরের পদ্মার পানি। গত দুই দিনে জেলার নদ-নদীতে পানি বৃদ্ধি হলেও বৃহস্পতিবার তা অপরিবর্তিত ছিল।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ফারাক্কার বাধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের পদ্মার পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে পানির উচ্চতা ৮.৭৮ সেন্টিমিটার এ রয়েছে।

এদিকে পদ্মার পানি বৃদ্ধির ফলে সদর উপজেলার নর্থচ্যানলে, ডিক্রীরচর ও চরমাধবদিয়া ইউনিয়নের নিম্নাঞ্চলের পদ্মার পানি প্রবেশ করেছে। এছাড়াও নর্থচ্যানেল ইউনিয়নের চাটামের বাজার সড়কটির দুইটি স্থানে পানিতে তুলিয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী জানান, পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার নিম্নাঞ্চলের সবজি জাতীয় ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া গুটি পেঁয়াজ খেত তলিয়ে যাওয়ায় শীতকালীন পেঁয়াজ নষ্ট হয়েছে।

তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক বলেন, ফরিদপুরের নদ-নদীর পানি বৃদ্ধির বিষয়ে আমরা সব সময় খোঁজ-খবর নিচ্ছি। চিন্তার কারণ নেই, জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। যে কোনো বিপদে সকলকে নিয়ে মোকাবিলা করতে পারব।

এই বিভাগের আরও খবর