কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের সদর উপজেলায় ছেলের সামনে জয়নব বিবি (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় মাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয় নিহতের ছেলে করিমগঞ্জের মনসন্তোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন (৩৮)।
নিহত জয়নব বিবি করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের হারুয়া টপটেন গলির একটি বাসাতে এ হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত দেলোয়ার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে স্কুলশিক্ষক দেলোয়ার হোসেন তার মা জয়নব বিবিকে নিয়ে ভগ্নিপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য শওকতের বাসায় থাকতেন। শনিবার সকালে বৃদ্ধা জয়নব বিবি নিজের ঘরে রান্না করছিলেন। এক পর্যায়ে চার থেকে পাঁচজনের একটি মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তদল বাসার দেয়াল টপকে তার ওপর হামলা চালায়। এ সময় পাশের ঘর থেকে তার ছেলে দেলোয়ার এগিয়ে এলে দুর্বৃত্তরা তার ওপরও চড়াও হয়।
হামলার এক পর্যায়ে মুখোশধারী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে নিহতের ছেলে দেলোয়ার হোসেনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার সত্যতা স্বীকার করে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, প্রাথমিকভাবে হত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।