,

ফরিদপুরে অটিস্টিক শিশু সম্পর্কিত বেসিক জ্ঞান প্রশিক্ষণ প্রদান

বিডিনিউজ ১০, ফরিদপুর: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ভাষানচর নতুন বাজারে এসো জাতি গড়ি অফিসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন “অটিস্টিক শিশু ও মহিলাদের জন্য পাইলট প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান কর্মসূচি এর আওতায় অটিস্টিক শিশুদের বাবা-মা অথবা নিকট আত্মীয়দের- অটিস্টিক শিশু সম্পর্কিত বেসিক জ্ঞান প্রদান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ

সো জাতি গড়ি (এজাগ) এর সহযোগিতায় এবং ডাটা কনসাল্টটেন্ট বিডি লিমিটেড এর বাস্তবায়নে আজ সোমবার সকালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ এর উদ্বোধন করেন এজাগ এর সভাপতি তাসলিমা আক্তারী।

প্রশিক্ষণ প্রদান করেন এজাগ এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার, এজাগ এর উপজেলা কো-অর্ডিনেটর মো. মেছের আলী, এজাগ এর ট্রেইনার শাহিনুর আক্তার, লিলি বেগম প্রমূখ।প্রশিক্ষণে ৩০ জন অটিস্টিক শিশুর বাবা-মা ও আত্মীয় স্বজন অংশগ্রহণ করে।

এই বিভাগের আরও খবর