লিয়াকত হোসেন লিংকন: কাশিয়ানী উপজেলা সদরে প্রবেশের প্রধান সড়কের বেহালদশা। দীর্ঘদিন সংস্কারের অভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ক্ষতিগ্রস্থ অংশ হলো ভাটিয়াপাড়া-বোয়ালমারী-মাইজকান্দি সড়কের কাশিয়ানী উপজেলার পিংগলিয়া ইনষ্টিটিউট অব হেল্থ টেকনোলজি সংলগ্ন এলাকা।
দীর্ঘদিন সংস্কার না করায় বিটুমিন উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করে থাকে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও অফিসগামী মানুষের কাশিয়ানী সদরে যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না সড়ক বিভাগ অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ভাটিয়াপাড়া বিশ্বরোড থেকে নেমে পিংগলিয়া ইনষ্টিটিউট অব হেল্থ টেকনোলজি সংলগ্ন এলাকায় পিচের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। ফলে যাত্রীবাহী যানবাহন ও পণ্যবাহী ভারি ট্রাক মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে ছোট-খাটো দূর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ বছর যাবত এ সড়কটির তেমন কোনো সংস্কার হয়নি বললেই চলে। তবে গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে মাঝে-মধ্যে খোয়া, সুরকি ও বালু ফেলে গর্ত ভরাট করে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয়। তবে বর্ষাকালে তাতে তেমন কাজ হয় না।
ট্রাক চালক মো. মহিউদ্দিন বলেন, এ পথে বোঝাই ট্রাক নিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোন সময় ট্রাক দেবে যেতে পারে। তবুও বিকল্প ব্যবস্থা না থাকায় অনেক ঝুঁকি নিয়ে এ পথে ট্রাক চালাতে হয়।
গোপালগঞ্জ সড়ক ও জনপদের বিভাগের সহকারী প্রকৌশলী মো. খলিলুর রহমান বলেন, দীর্ঘ পায় ৫ বছর সড়কটিতে কোন কাজ করা হয়নি। তবে টেন্ডার হয়ে গেছে, শিগগিরই সংস্কার কাজ শুরু হয়ে যাবে।