,

গোপালগঞ্জে শিক্ষার্থীদের চিত্রশিল্পী বাশিরুল হক বৃত্তি প্রদান

 গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে মেধাবী ও দরিদ্র ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে চিত্রশিল্পী বাশিরুল হক বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের মোহাম্মদপাড়ায় সোনালী স্বপ্ন একাডেমির ১০জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে বৃত্তির নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়।

বৃত্তি প্রদান উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ডাক্তার অরুন কান্তি বিশ্বাস, সোনালী স্বপ্ন একাডেমির প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না প্রমুখ।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা-কলম তুলে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর