কালিহাতী প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন ঝিনাই নদীতে গোসল করতে নেমে আকাশ মজুমদার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নদীতে নিখোঁজের দেড় ঘণ্টা পর শুক্রবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বর্তা এলাকার ঝিনাই নদীর তালতলা ঘাট থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত আকাশ মজুমদার তালতলা ঘাট এলাকার হারান মজুমদারের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে নদীতে গোসল করতে নামে আকাশ। গোসলের এক পর্যায়ে নদীর পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট উদ্ধার অভিযান চালিয়ে আকাশের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আবু হানিফ বলেন, নিখোঁজের খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘণ্টাব্যাপী প্রচেষ্টার পর কালিহাতী উপজেলার বর্তা এলাকার ঝিনাই নদীর তালতলা ঘাট এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত আকাশ মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
এ সময় লাশটি উদ্ধার করে স্থানীয় বাংড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত আলীর নিকট হস্তান্তর করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।