,

কাশিয়ানীতে শ্রীকৃষ্ণের জন্মোষ্টমী পালিত

রাহুথড় শ্রী শ্রী দীনবন্ধু সার্বজনীন সেবাশ্রম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় হিন্দু ধর্মাবলম্বীদের মহাভবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মোষ্টমী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১০ টায় উপজেলার রাহুথড় শ্রী শ্রী দীনবন্ধু সার্বজনীন সেবাশ্রম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি আশ্রম থেকে বের হয়ে রাহুথড় বাজার, হাইশুর, পাঁচকাহনীয়া, হাতিয়াড়া, ধর্মরায়ের বাড়ি ও মহাটালী প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস, রামদিয়া সরকারি এসকে কলেজের সাবেক অধ্যক্ষ বলাই চাঁদ দে, গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: তপন মজুমদার, শৈলেন্দ্রনাথ দাস, শচীন্দ্রনাথ বিশ্বাস, অনুকূল রায়, মনিকা দত্ত প্রমুখ।

এছাড়া শোভাযাত্রায় এলাকায় কয়েক শ’ নারী-পুরুষ অংশ নেয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন অধ্যক্ষ নিউটন ঘোষ।

এছাড়াও শ্রী শ্রী দীনবন্ধু সার্বজনীন সেবাশ্রমে পুজা, ভোগ আরতি, ভজন সংগীত, প্রসাদ বিতরণ ও ধর্মালোচনার আয়োজন করা হয়।

এই বিভাগের আরও খবর