মাদারীপুর সংবাদদাতা: ঈদের ছুটির শেষ দিনে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে রাজধানীমুখী যাত্রীদের উপচেপড়া ভিড়।
শনিবার বেলা বাড়ার সাথে সাথে এই নৌরুটে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। ভিড় সামাল দিতে লঞ্চ, স্পিডবোট ছাড়াও ফেরিতে যাত্রীদের পারাপার করা হচ্ছে।
তবে বরাবরের মতো এবারও কাঁঠালাবাড়ী ঘাটে যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে।
ঘাটের একাধিক সূত্রে জানা যায়, কাঁঠালবাড়ি ঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চেই ছিল উপচেপড়া ভিড়। সামাল দিতে বিআইডব্লিউটিএ, পুলিশ, র্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। ফেরিতে যানবাহনের চাপ তেমন নেই, তবে যাত্রীদের পর্যাপ্ত চাপ রয়েছে। স্পিডবোটেও চাপ সহনীয়। বরিশাল, খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রতিটি যানবাহন বোঝাই হয়ে যাত্রী কাঁঠালবাড়ি ঘাটে আসছে। তবে ঘাট পর্যন্ত আসতে যাত্রীদের গুনতে হচ্ছে দেড় থেকে দ্বিগুণ ভাড়া। এ রুটের স্পিডবোট ও কিছু কিছু লঞ্চেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
ঈদে যাত্রী সেবায় ১৮টি ফেরি, ৮৭টি লঞ্চ, দেড় শতাধিক স্পিডবোট রাখা হয়েছে। এ ছাড়া ৩ শতাধিক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে সার্বক্ষনিক কাজ করছেন।