শুক্রবার ভোর ৩টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া মহসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পাংশা হাইওয়ে থানার ওসি এসএম জাহাঙ্গীর আলম জানান।
নিহত শামীম রেজা (১৬) মেহেরপুর জেলার গাংনী থানার মো.সফির ছেলে।
আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি বলেন, “পিকনিকের বাসটি কুয়াকাটা থেকে মেহেরপুরের দিকে যাবার পথে দুর্গাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে। এ সময় শামীম জানালা দিয়ে লাফ দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান তিনি।