গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলা একাডেমী।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলা একাডেমীর মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর নেতৃত্বে একাডেমীর কর্মকর্তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। পরে তারা বিশেষ মোনাজাতে অংশ নেন।
মহাপরিচালকের পত্নী মিসেস যোরা সিরাজী, বাংলা একাডেমীর সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী, উপ-পরিচালক মোঃ আমিনুর রহমান, সহ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম, প্রকাশন অফিসার এস এম জাহাঙ্গীর কবীর ও আলোকচিত্র শিল্পী মুহাম্মদ মোজাম্মেল হক এ সময় উপস্থিত ছিলেন।