গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ জোহর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর এপিএস ২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
আলাচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে তবারক বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর এপিএস ২ গাজী হাফিজুর রহমান লিকুর তত্ত্ববধানে এ কর্মসূচী পালন করা হয়।