,

রাজধানীর ইসলামিয়া হাসপাতালে ডেঙ্গুজ্বরে যুবকের মৃত্যু

ফারুক খান।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুরের শিবচরের ফারুক খান (২২) নামের এক যুবক ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার বিকালে ইসলামিয়া হাসপাতালে তার মৃত্যু হয়ে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ছয়দিন আগে গত শুক্রবার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ফারুককে। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান।

পরে ঢাকায় ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয় ফারুককে। পাঁচদিন চিকিৎসা শেষে বুধবার বিকালে ৩টার সময় তিনি মারা যান।

ফারুক খান শিবচর উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকার সলু বেপারীর কান্দির বাবু খানের ছেলে। তিনি কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকার মোল্লা হোটেলে বাবুর্চির কাজ করতেন।

বিকালেই নিহত ফারুকের মরদেহ নিয়ে স্বজনরা ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যার কিছু পরে শিবচরের গ্রামের বাড়ি এসে পৌঁছান। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ফারুকের বাবা বাবু খান বলেন, গত শুক্রবার ফারুক জ্বরে আক্রান্ত হয়। ওই সময় প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার ডাক্তাররা তাকে দ্রুত ঢাকায় পাঠান। সেখানে পাঁচদিন শেষে আজ বিকালে আমার ছেলে মারা যায়।

এই বিভাগের আরও খবর