গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাধিকা মল্লিক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, রাধিকা ওই এলাকায় ডিশ (ক্যাবল) লাইনের ব্যবসা করেন। সকালে ডিশ লাইনে সমস্যা দেখা দেওয়ায় তিনি নিজে লাইন ঠিক করতে কাজ করছিলেন। এসময় তিনি পাশের বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।