,

চোখের চিকিৎসা পেল কোটালীপাড়ার ১০ গ্রামের মানুষ

গোপালগঞ্জ প্রতিনিধি: বিনামূল্যে চোখের আধুনিক চিকিৎসা পেলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সহস্রাধিক মানুষ। গতকাল মঙ্গলবার সকাল থেকেই উপজেলার বাঘিয়ার বিলের অন্তত ১০টি গ্রামের বিভিন্ন বয়সী মানুষ মাছপাড়া গ্রামে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে হাজির হন।

সমকাল সুহৃদ সমাবেশ, গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও অরবিস মাছপাড়া গ্রামে দিনব্যাপী ডায়াবেটিক রেটিনোস্কিনিং ক্যাম্প করে ডায়াবেটিস ও চোখ পরীক্ষা করে। এসব রোগীর ব্যবস্থাপত্র অনুযায়ী হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও আয়োজক সংগঠনের কর্মকর্তারা এ সেবা দেন।

এই বিভাগের আরও খবর