,

গোপালগঞ্জের সেরা লাল মিয়া কলেজ

গোপালগঞ্জ প্রতিনিধি: এইচএসসিতে গোপালগঞ্জের সেরা হাজি লাল মিয়া সিটি বিশ্ববিদ্যালয় কলেজ। এ বছর এ কলেজ থেকে ৭৮৯ জন পরীক্ষার্থীএইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে ৭১৬ জন । পাশের হার ৯১ %। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। এ পেয়েছে ২৪৯ জন। এ মাইনাস পেয়েছে ২৬৬ জন ও বি পেয়েছে ১৬১ জন।

কলেজের অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাস জানান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের চেষ্টায় বরাবরই কলেজটি এইচএসসিতে ভাল রেজাল্ট করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর