মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে ৬ষ্ট শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক শরিফুল ইসলাম সেন্টুকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে এক জরুরি সভায় তাকে বহিস্কার করা হয়।দৌলতপুর প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে স্কুল ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা।
প্রধানশিক্ষক মিজানুর রহমান জানান, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম সেন্টু গ্রেফতার হওয়ার পর আজ দুপুরে বিদ্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। এই ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে স্কুল ক্যাম্পাসে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রসঙ্গত, শিক্ষক শরিফুর ইসলাম সেন্টুর বিরুদ্ধে ৬ষ্ট শ্রেনীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার করা হয়।