কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটির সহযোগিতায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এস, এম মাঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন, ওসি আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর ইউএনও মোসা. তাসলিমা আলী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস, কাশিয়ানী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফায়েকুজ্জামান, সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ।
এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও ও জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।