সাইফুল ইসলাম: নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন কনকের বাবা শেখ শাহাদত হোসেন (টুলু) মিয়া ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬ টার দিকে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার বিকালে মরহুমের নিজ গ্রাম চরকালনা প্রথম জানাযা এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চর ভাটপাড়া গ্রামে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
আওয়ামী লীগ নেতা জসিমউদ্দিন কনক তার নিজ পিতার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘আমার বাবা আমাকে সব সময় বলতেন তুমি মানুষের কল্যাণে কাজ করো। সমাজসেবা ও রাজনীতিতে আসার প্রধান পথপ্রদর্শক আমার বাবা। আমার বাবা বঙ্গবন্ধু প্রেমী ছিলেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি পথ চলছি। তাই আমি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই।’