জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।
১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১০(১)(গ) অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, চার বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে নিয়ম মেনে দায়িত্ব পালন করবেন।