জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানের মধ্যদিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা ভাটিয়াপাড়া রেলওয়ে মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ের খেলা ০-০ গোলে সমতায় শেষ হয়। পরে পেনাল্টিতে ফুকরা ইউনিয়ন একাদশকে হারিয়ে কাশিয়ানী সদর ইউনিয়ন ফুটবল একাদশ জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এমদাদুল হক, ওসি মো. শফিউদ্দিন খান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচীব ফোরকান শরীফ টিটো, ইউপি সদস্য জাকির হোসেনম, নুর ইসলাম শেখ লেলিন প্রমুখ।