জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্বশত্রুতার জের ধরে রাতের আঁধারে কলাগাছ ও কলার কাঁদি কেটে ফেলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের বরাশুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ বাগান মালিক জাহিদ মোল্যা জানান, এক বিঘা জমি ইজারা নিয়ে তিনি কলার বাগান করেছেন। বৃহস্পতিবার সকালে কলার বাগানে গিয়ে দেখেন কলাগাছ ও প্রায় ৮০ কাঁদি কলা কেটে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। তবে পূর্বশত্রুতার জের ধরে কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করনে তিনি। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাগান মালিক জাহিদের।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
-লিয়াকত হোসেন লিংকন