,

মুকসুদপুরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কালাম শেখ (২৫)। তিনি উপজেলার রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে সোমবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় উভয়পক্ষের ২১ জন আহত হন।

গুরুতর অবস্থায় রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যান কালাম শেখ এবং আহতদের মধ্যে ছয়জনকে রাজৈর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য কালাই ফকির (৪৫), আইয়ুব আলী (৬০), সহিদকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মুকসুদপুর থানা ওসি আবুবকর মিয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর