বিডিনিউজ ১০ রিপোর্ট: ঝালকাঠির নলছিটিতে ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে এক নারীযাত্রীর কোল থেকে ছিটকে তার দেড় মাস বয়সী সন্তান প্রাণ হারিয়েছে।
এছাড়া সোমবার গোপালগঞ্জে ট্রাকের ওপর যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত, সুনামগঞ্জে মোটরসাইকেলের চাপায় আহত নারীর মৃত্যু, নড়াইলে এক মোটরসাইকেল আরোহী ও মাদারীপুরে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ নিয়ে ৯০ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ৮৩১ জন। প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
নলছিটি (ঝালকাঠি) : ঝালকাঠির নলছিটিতে ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে মায়ের কোল থেকে ছিটকে সাজ্জাদ তাহা নামে এক শিশু নিহত হয়েছে। ষাইটপাকিয়া বাজার-চাকলা সড়কে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সাজ্জাদ প্রেমহার গ্রামের জাহিদ জোমাদ্দারের ছেলে।
বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারী জাহিদ এবং তার স্ত্রী ছালমা বেগম ছেলেকে প্রেমহার প্রাথমিক বিদ্যালয়ে টিকা দিয়ে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি বাজার-চাকলা সড়ক দিয়ে যাওয়ার সময় খাদে পড়ে উল্টে যায়।
এ সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুটি গুরুতর আহত হয়। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, সড়কটি খানাখন্দে ভরা থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কাশিয়ানীতে মোড় নেয়ার সময় ট্রাকের ওপর বাস উল্টে চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া গোলচত্বরে সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসযাত্রীরা হলেন নড়াইল জেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের গাফফার মোল্লা (৭০), কিবরিয়া মোল্লা (৫০) ও চাঁন মিয়া (৩২) এবং একই থানার যোগানিয়া গ্রামের লোকমান মিয়া (৬০)। নিহত সবাই শ্রমিক এবং যাত্রীবাহী বাসের ছাদে ছিলেন।
তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুরের লাকমাবাজারে দ্রুতগতিতে চলা মোটরসাইকেলের চাপায় সুফিয়া বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের মাসুক মিয়ার স্ত্রী। রোববার দুপুরে দুর্ঘটনার শিকার ওই নারী রাতেই মারা যান বলে সোমবার জানান তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান।
নড়াইল : নড়াইলের কালিয়ার পাটনায় সোমবার বিকালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন জুয়েল শেখ (৩৫)। তিনি উপজেলার খাশিয়াল ইউনিয়নের চোরখালী গ্রামের হাসিকুল শেখের ছেলে।
টেকেরহাট (মাদারীপুর) : মাদারীপুর সদরের শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কের চরগোবিন্দপুর এলাকায় এদিন বিকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় সবুজ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন সাইফুল শিকদার (২০)। নিহত সবুজ সদরের খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকার জালাল সাধুর ছেলে।
সাভার (ঢাকা) : নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় শুক্রবার রাতে শ্যামলী পরিবহনের বাসচাপায় সজিব আহম্মেদ নামে বিকেএসপি স্কুলের সাবেক এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধরা সোমবার সাভার পরিবহনের দুটি বাস ভাংচুর করে।