,

৬ মাস ধরে অনুপস্থিত প্রধান শিক্ষিকা

জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরের ডাসারে ছুটি না নিয়ে প্রায় ছয় মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে তমা রায় নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ থেকে তিনি অনুপস্থিত রয়েছেন। এতে বিদ্যালয়টিতে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

তমা রায় ডাসার উপজেলার ১৪৫নং পশ্চিম শশিকর ওয়াপদারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তিনি প্রায় ছয় মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। শিক্ষিকা তমা ওই বিদ্যালয়ে যোগ দেন ২০২০ সালের ১৬ মার্চ।

সূত্র আরও জানায়, বিদ্যালয়টিতে মোট পাঁচ জন শিক্ষকের পদ রয়েছে। প্রধান শিক্ষিকা অনুপস্থিত, সহকারী এক শিক্ষিকা চিকিৎসাজনিত কারণে ছুটিতে রয়েছেন। বর্তমানে বিদ্যালয়ে তিন জন শিক্ষক কর্মরত রয়েছেন। তারা তিন জন ওই দুই শিক্ষকের ক্লাসগুলো ভাগাভাগি করে নেন। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় শতাধিক।

১৪৫নং পশ্চিম শশিকর ওয়াপদারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়এদিকে, ওই শিক্ষিকার এলাকায় খোঁজ-খবর নিলে তাকে এবং তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।

ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় সরকার বলেন, ‘গত ২৩ মার্চ চিকিৎসার কথা বলে চলে যাওয়ার পর থেকে আমাদের প্রধান শিক্ষক আর স্কুলে আসেননি। তিনি কোনও ছুটির দরখাস্তও করেননি। আমরা তার সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেছি কিন্তু তার কোনও খোঁজ পাইনি। তাকে অনেকবার ফোন করাও হয়েছে, কিন্তু বন্ধ পাওয়া গেছে। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তিনিও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন না। এ বিষয়ে ইতোমধ্যে আমরা শিক্ষা অফিসকে জানিয়েছি। তারা আমাদের চিঠি পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এভাবে আমাদের প্রধান শিক্ষক নিরুদ্দেশ হওয়ায় আমাদের বিদ্যালয় শিক্ষক সংকটে ভুগছে। বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীর পাঠদান এবং অফিসিয়াল কার্যক্রম আমরা যথাযথভাবে পালন করতে পারছি না। এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

এ ব্যাপারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা বিদ্যালয়টি বেশ কয়েকবার পরিদর্শন করেছি এবং এ পর্যন্ত তিনটি শোকজ নোটিশ পাঠিয়েছি। এখন আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমীন ইয়াছমীন বলেন, ‘প্রধান শিক্ষিকার অনুপস্থিতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

এই বিভাগের আরও খবর